• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভিড় বাড়লেও স্বস্তির ঈদযাত্রা কমলাপুরে

   ৪ জুন ২০২৫, ০৪:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার ছুটির আমেজ শুরু হওয়ার আগেই কমলাপুর রেলস্টেশনে বইতে শুরু করেছে প্রিয়জনের কাছে ফেরার আনন্দ। বৃহস্পতিবার (৫ জুন) থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হলেও, রাজধানীর কমলাপুরে বুধবার সকাল থেকেই ঈদযাত্রার ব্যস্ততা চোখে পড়েছে।

গত কয়েক দিনের তুলনায় আজ ছিল সবচেয়ে বেশি ভিড়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভিড়ে ছিল না চিরচেনা বিশৃঙ্খলা কিংবা দীর্ঘ অপেক্ষার চাপা ক্ষোভ। বরং স্টেশনের প্রতিটি মুখে মুখে দেখা গেছে স্বস্তি, শৃঙ্খলা, আর সময়মতো ট্রেন ধরার তৃপ্তি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্টেশনে প্রবেশপথে তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। যাত্রীদের জন্য তিন স্তরে টিকিট যাচাইয়ের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে—প্রথম ধাপেই ফিল্টার হয়ে যাচ্ছে বিনা টিকিটের যাত্রীরা। দ্বিতীয় ধাপে আরও একবার টিকিট যাচাই এবং প্ল্যাটফর্মে প্রবেশের আগেও পুনরায় পরীক্ষা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সর্বোচ্চ সতর্কতায়। যেকোনো ধরনের চুরি-ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে মোবাইল কোর্টসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

একটি সময় ঈদযাত্রা মানেই ছিল দেরি, বিশৃঙ্খলা ও চরম ভোগান্তি। কিন্তু এবার সেই দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। ট্রেনগুলো ছাড়ছে প্রায় নির্ধারিত সময়েই—মাত্র ১৫-২০ মিনিট দেরিতে।

যাত্রীরা বলছেন, এত বছর পর এমন শৃঙ্খলিত ঈদযাত্রা উপভোগ করছেন। নওগাঁর যাত্রী মোকলেস বলেন, "ব্যবস্থাপনা এবারে বেশ ভালো। টিকিট ছাড়া কেউ ঢুকতে পারছে না—এটা বড় পরিবর্তন।"

দিলারা ইসলাম, যিনি তিস্তা ঈদ স্পেশাল ট্রেনে যাচ্ছেন রাজশাহী, জানালেন, “অনেকদিন পর বাড়ি যাচ্ছি। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। নিরাপদে যাত্রা করতে পারাটা সবচেয়ে বড় স্বস্তি।”

ঢাকা রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, "ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। মোবাইল কোর্ট চালু আছে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সক্রিয়। এখন পর্যন্ত যাত্রা স্বস্তিদায়কভাবে চলছে।”

ঈদের আগের দিনগুলোতে ট্রেনস্টেশন মানেই হাহাকার, অথচ এবার কমলাপুরে দৃশ্যপট কিছুটা ভিন্ন। ভিড় বাড়লেও শৃঙ্খলা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতায় এবারের ঈদযাত্রা যেন হয়ে উঠেছে বিশেষ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত