• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ ছাড়াই বাজেট ঘোষণা অন্যায‍্য: ফুয়াদ

   ৪ জুন ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ ছাড়াই বাজেট ঘোষণা অন্যায‍্য।

বুধবার (৪ জুন) অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত বাজেট মূল্যায়ন ও পর্যালোচনা নিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। উপস্থিত ছিলেন এবি পার্টি'র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ও আমিনুল ইসলাম এফসিএ সহ কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ। 

এসময় ফুয়াদ বলেন, ফ‍্যাসিবাদের পতন পরবর্তী সময়ে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন আমরা দেশের বাজেটে দেখতে চাই। আরেকটা মৌলিক সমস্যা হলো বাজেট প্রনয়নে রাজনৈতিক দলগুলোর সাথে কোন আলাপ করা হয় না যেটা আমরা অন্যায‍্য মনে করি, কারণ আগামী রাজনৈতিক সরকারকেও এই বাজেট বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে, সেটা আংশিক হলেও। তবে এবি পার্টি একই সাথে জাতিকে স্মরণ করিয়ে দিতে চায় যে ২০২৪ এর গনঅভ‍্যুত্থান পরবর্তী কোন বাস্তবতায় সরকার দায়িত্ব নিয়েছিল। 

বক্তারা বলেন, আমরা মনে করি বাজেটের আকার, প্রণয়ন পদ্ধতি, আয়-ব‍্যয়ের ভারসাম্য, দশকের পর দশক ধরে চলা ঋণ-ঘাটতি নির্ভর বাজেট, বাজেট বর্ষ - সব মিলিয়ে বাজেটের নিজস্ব ব‍্যাকরন ও দর্শনকে পুনঃমূল‍্যায়ন জরুরী।

এবি পার্টি মনে করে আমলা নিয়ন্ত্রিত এবারের বাজেট বিগত ফ্যাসিবাদী সরকারের বাজেটেরই ধারাবাহিকতা। বিগত সরকারের গড়া মিথ্যা ও বানোয়াট তথ্য-উপাত্তের উপর ভিত্তি করেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। যার ফলে আইএমএফের নির্দেশে জনগণের উপর করের চাপ আরো বৃদ্ধি পেয়েছে। একটি নড়বড়ে, ভিতহীন, ভাঙ্গা বাড়ির সঠিক মেরামত (সংস্কার) ছাড়াই তার উপর অর্থ উপদেষ্টার বহুতল ভবন নির্মাণের উদ্যোগ সফল হবে না। সংস্কারবাদী সরকারের এই অবহেলিত বাজেট দেখেই বোঝা যায়, রাজনীতি নিয়ে তাদের আগ্রহ যতোটা, তার কিছুই নেই অর্থনীতিতে। অথচ এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টারা সবাই পাকা অর্থনীতিবিদ। বিগত ফ্যাসিবাদী স্বৈরসরকারের ১৬ বছরের ফুলানো-ফাঁপানো মিথ্যা জিডিপি ও তার বানোয়াট প্রবৃদ্ধির তথ্য-উপাত্ত সংশোধন না করে আর কখনোই বাস্তবসম্মত জনবান্ধব ভালো বাজেট করা সম্ভব নয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মজিবুর রহমান মঞ্জু বলেন, অর্থ উপদেষ্টা যখন বলেন গতানুগতিক বাজেট দেয়া ছাড়া আমাদের কোন উপায় ছিল না, তখন আমরা আর কী বলবো! রাতারাতি বিপ্লবী বাজেট দেয়া সম্ভব নয় এটা যেমন সত‍্য, তেমনি রাজনৈতিক দলগুলোর মত জনতুষ্টির ফাঁকা বুলি সম্পন্ন বাজেটও অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কাম‍্য নয়। কাউকে না কাউকে এই রুগ্ন অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর দিক নির্দেশনা দেয়া দরকার ছিল, অন্তর্বর্তী সরকার সেটা করতে ব‍্যর্থ হয়েছে। তিনি বাজেটের আকার কমানোর সাহসী সিদ্ধান্তের জন‍্য অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, বাজেটের আকার, প্রনয়ন পদ্ধতি, আয়-ব‍্যয়ের ভারসাম্য, যুগ যুগ ধরে চলা ঋণ-ঘাটতি নির্ভর বাজেট, বাজেট বর্ষ; সব মিলিয়ে বাজেটের নিজস্ব ব‍্যাকরন ও দর্শনকে পুনঃমূল‍্যায়নটা গুরুত্বপূর্ণ বিষয়; অর্থ উপদেষ্টা সেদিকে কিছুটা নজর দিয়েছেন বলে মনেহয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির, সফিউল বাসার, কেন্দ্রীয় নেতা আবু রাইয়ান আশয়ারি রছি,  শ্যাডো কমিটির সদস্য হাজরা মাহজাবিন, নারী বিষয়ক সহ সম্পাদক শাহীনুর আক্তার শীলা, নারী নেত্রী রাশিদা আক্তার মিতু, কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন রমিজ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলাি/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার