• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না: আইজিপি

   ৫ জুন ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, যানবাহনে ধীরগতি থাকলেও কোথাও যাতে থেমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে যাত্রী চাপ বেশি থাকায় গতবারের মতো ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ জুন) গাজীপুর চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে সর্বোচ্চ চেষ্টা স্বত্বেও গাড়ি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে ঈদযাত্রা যথাসম্ভব স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় জটলার সৃষ্টি হচ্ছে। সড়কের মাঝখান থেকে গাড়িতে না ওঠার জন্য যাত্রীদের বুঝিয়ে বলা হচ্ছে। এক্ষেত্রে বল প্রয়োগ করা অমানবিক হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া