• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের বাসায় তারেক রহমানের ঈদ উপহার

   ৭ জুন ২০২৫, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারদের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই উপহার নিয়ে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রিকশাচালক জনাব কামালের বাসায় তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শহীদ কামালের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা ও ঈদ শুভেচ্ছা জানান।

একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী শহীদ সৈকতের পরিবারের প্রতিও তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সৈকত ১৯ জুলাই, ২০২৪-এ স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। তারেক রহমানের নির্দেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শহীদ সৈকতের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। এই সাক্ষাৎকারে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। গুম হওয়া কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। বিএনপি নেতা রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘরভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডাঃ সালাহউদ্দিন মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডাঃ শরীফুল ইসলাম, ডাঃ লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত