• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঈদের দিনেও আন্দোলনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা

   ৭ জুন ২০২৫, ০৪:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদের দিনেও চার দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।

প্রকল্পের কর্মীরা জানান, তাঁরা টানা ১১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে অনশন কর্মসূচিতেও অংশ নেন তাঁরা।

তথ্য আপাদের চার দাবি
১. প্রকল্পে কর্মরত সব জনবলকে একই গ্রেডে পদসৃজন করে রাজস্বখাতে স্থানান্তর।
২. রাজস্বখাতে স্থানান্তরে সময় প্রয়োজন হলে প্রকল্পের মেয়াদ ৩ থেকে ৫ বছর বৃদ্ধি।
৩. রাজস্বে স্থানান্তর সম্ভব না হলে মন্ত্রণালয়ের শূন্য পদে একই গ্রেডে আত্তীকরণ।
৪. কর্তন করা বেতন ও ভাতা দ্রুত পরিশোধ।

তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) সংশ্লিষ্ট কর্মীরা বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমরা সাত বছরেরও বেশি সময় মাঠপর্যায়ে কাজ করছি। এই প্রকল্পের সাফল্যের ৯০ শতাংশ আমাদের হাত ধরেই এসেছে। অথচ প্রকল্পের মেয়াদ শেষ হলে আমরা প্রায় দুই হাজার নারী একসঙ্গে বেকার হয়ে যাব।’

তারা আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছি না, বরং সরাসরি সরকারের হয়ে কাজ করে এসেছি। নারীর ক্ষমতায়নের জন্য আমাদের প্রচেষ্টাকে যদি এইভাবে উপেক্ষা করা হয়, তাহলে তা চরম বৈষম্য। যে বৈষম্যের বিরুদ্ধে অন্যরা লড়াই করেছে, আজ তা-ই আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়