• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অভিযোগ ইসলামী আন্দোলন নেতার

সিন্ডিকেটের ষড়যন্ত্রে ধ্বংসের মুখে কোরবানির চামড়ার বাজার

   ৮ জুন ২০২৫, ১১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর চামড়া নিয়ে পুরোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। তিনি বলেন, ইসলামবিরোধী চামড়া সিন্ডিকেট কৌশলে দরপতন ঘটিয়ে কোরবানির চামড়ার বাজার ধ্বংস করছে। এতে করে একদিকে গরিব-অসহায় মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দেশের কওমি মাদ্রাসাগুলোও বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয় অর্থ সহায়তা থেকে।

রোববার (৮ জুন) সংগঠনটির প্রচার ও দাওয়াহ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দেশে ইসলামী অনুশাসনের অভাবেই আজও অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে। কোরবানির সময় বহু মানুষ লোকচক্ষুর আড়ালে থেকে কোরবানিতে অংশ নিতে পারে না। অথচ কোরবানির চামড়া বিক্রি করে দেশের অনেক কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালিয়ে যায়। সেই চামড়ার দাম পড়ে যাওয়ায় মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সরকার যে ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে, বাস্তবে কেউ সে দামে চামড়া কিনছে না। এতে বোঝা যাচ্ছে, চামড়া সিন্ডিকেট এখনো সক্রিয় এবং এটি কওমি শিক্ষা ব্যবস্থাকে আর্থিকভাবে দুর্বল করতে ষড়যন্ত্র করছে।

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা ইমতিয়াজ বলেন, এই সিন্ডিকেট চক্রকে রুখতে না পারলে কোরবানির মৌসুমে প্রতি বছরই এই দুরবস্থা চলতে থাকবে। সরকারকে জনগণের স্বার্থে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কোতয়ালী থানা শাখার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষ্যে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে কোরবানি বঞ্চিতদের মধ্যে কোরবানির গোশত বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় কোতয়ালী থানা শাখা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, থানা সহ সভাপতি ডা. জাকির হোসেন, থানা সেক্রেটারি মাহমুদুল হাসান সোহাগসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম