• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কালো মেঘ নেমে আসবে’

   ৯ জুন ২০২৫, ০৪:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চৈত্র বা এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বদলানো না হলে দেশের ওপর কালো মেঘ নেমে আসবে, যার একমাত্র সুবিধাভোগী হবে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’।

সোমবার (৯ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন সরকারের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন।

পোস্টে তিনি লেখেন, 'এপ্রিল মাস বাংলায় চৈত্র মাস। এই সময়টা প্রচণ্ড গরম ও খরার। মাঠ-ঘাট চৌচির হয়ে যায়, তীব্র রোদের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এ অবস্থায় যদি নির্বাচন আয়োজন করা হয়, তাহলে ভোটকেন্দ্রে সামিয়ানা ও ফ্যান বসানো বাধ্যতামূলক হবে। ছাদওয়ালা গাড়িতে করে ভোটারদের কেন্দ্রে নিতে হবে। না হলে এত গরমে ভোটারদের অংশগ্রহণে অনীহা দেখা দেবে। একইভাবে প্রার্থীদের পক্ষে প্রচারণাও হবে কঠিন।'

তিনি আরও বলেন, সরকারের উপদেষ্টারা নিশ্চয়ই এই বাস্তবতা সম্পর্কে অবগত। তাহলে কেন এই সময়ে নির্বাচন আয়োজনের এত আগ্রহ? রাশেদ খাঁনের প্রশ্ন, “এটা কি পরিকল্পিতভাবে ভোটারশূন্য নির্বাচন দেখানোর প্রয়াস?”

তিনি জানান, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী, কোনো আসনে যদি ৪০ শতাংশ ভোট না পড়ে, তবে সেখানে পুনর্নির্বাচন আয়োজন করতে হবে। এপ্রিলের প্রচণ্ড গরমে কোনো আসনেই এই ভোটার উপস্থিতির সম্ভাবনা নেই বলেও তিনি দাবি করেন।

পোস্টে রাশেদ উল্লেখ করেন, 'দেশের আবহাওয়া ও বাস্তবতা বিবেচনায় প্রধান উপদেষ্টা ডিসেম্বর ও জুন মাসকে নির্বাচন আয়োজনের জন্য রোডম্যাপে রেখেছিলেন। বেশিরভাগ রাজনৈতিক দল, এমনকি জামায়াতসহ কিছু দলও রমজানের আগেই নির্বাচন চেয়েছে। সরকার চাইলে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতো।'

তিনি অভিযোগ করেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা ‘অপরিণামদর্শী’। এবং যদি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা না করা হয়, তাহলে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বাড়বে, যার সুযোগ নেবে আওয়ামী লীগ।

রাশেদ খাঁনের মতে, 'এই ধরনের সিদ্ধান্ত জাতির জন্য অশনি সংকেত। তাই সরকারকে এখনই নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করতে হবে।'

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী