• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

১৫ জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে চায় এনসিপি

   ৯ জুন ২০২৫, ০৮:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।

আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে তৃণমূলে দল গোছানোর কাজে নেমেছে দলটি। তবে নির্বাচনের আগেই বিচার এবং সংস্কারের দৃশ্যমান আগ্রগতি চায় তারা। আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের কথা বলছেন দলের শীর্ষ নেতারা। এমনকি দ্রুতই শেষ করতে চান দলের নিবন্ধন এবং চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ।

শুরু থেকেই জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার ইস্যুতে সরব এনসিপি। দাবি জানিয়ে আসছিল স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচনের। এর মধ্যেই জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেটিকে শর্তসাপেক্ষে স্বাগত জানিয়েছে দলটি। নেতারা বলছেন, এপ্রিলে ভোট হবে— এমনটি বিবেচনায় নিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা।

এরমধ্যেই তৈরি হয়েছে গঠনতন্ত্রের খসড়া। যা চূড়ান্ত হবে অল্প কিছুদিনের মধ্যে। ১৫ জুনের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়াও শেষ করতে চায় দলটি।

দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, সাংগঠনিক যে কার্যক্রম, সেখানে আমরা স্ব স্ব জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছি। আমাদের সাংগঠনিক যে ভিত্তি, তা যদি রাজধানী থেকে গ্রাম পর্যন্ত পৌঁছায়, তাহলে এটি নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি সম্পন্নেরও একটা ধাপ হিসেবে বিবেচিত হবে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই আমরা নিবন্ধন প্রক্রিয়ার কাজগুলো শেষ করার চেষ্টা করবো।

এদিকে, দেশ-জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, নির্বাচনের আগেই জুলাই সনদ-বিচার এবং সংস্কারের কাজ দৃশ্যমান চায় এনসিপি।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা দলের এক সাধারণ সভায় গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেছি। অল্প সময়ের মধ্যেই আমরা এটি চূড়ান্ত করতে পারবো। নির্বাচন আয়োজনের পূর্বেই সরকার যেনো তাদের ওপর অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করতে পারে সেদিকেও দৃষ্টি থাকবে আমাদের।

উল্লেখ্য, রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর, ২২টিরও বেশি জেলায় কমিটি গঠন করেছে এনসিপি। শতাধিক উপজেলা কমিটি-ও ঘোষণা করেছে তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ