• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একদলের হাতে জিম্মি থাকলে জনগণের মালিকানা নিশ্চিত হয় না: স্বপন

   ৯ জুন ২০২৫, ১১:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয় না।

রোববার (৮ জুন) সকালে সিরাজুল আলম খানের ২য় প্রয়াণ দিবস উপলক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিরঙ্কুশ ক্ষমতার রাজনীতি আমাদের রাষ্ট্রকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ইচ্ছা—সবকিছুই যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের চিন্তার ধরণ ও রাষ্ট্রের ধরণ বদলাতে হবে। তার জন্য আজ প্রয়োজন ‘অংশীদারিত্বের গণতন্ত্র’—প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা।

আবুল কালাম আজাদ সভাপতিত্বে সভায় আলোচনা করেন, নোয়াখালী জেলা জেএসডি সাধারণ সম্পাদক নুর রহমান, সহ-সভাপতি আলা উদ্দিন, শহীদুল ইসলাম খোকন প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার