বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল সেক্রেটারি

নোয়াখালী প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
সোমবার (৯ জুন) বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার যারা চলতি বছর দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের নোয়াখালী জেলা শিল্পকলা একডেমি চত্বরে সংবর্ধিত করা হয়। আলোকিত নাগরিক সমাজ নোয়াখালী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের একপর্যায়ে এক মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার সংগ্রামের করুণ চিত্র তুলে ধরলে তা উপস্থিত সবার হৃদয় হৃদয় স্পর্শ করে। বিষয়টি নজরে এলে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রস্তাব দেন, যেন ছাত্রদল সাধারণ সম্পাদক ওই শিক্ষার্থীর পড়াশোনার খরচের দায়িত্ব নেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই নাছির উদ্দিন নাছির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর যাবতীয় শিক্ষার ব্যয়ভার বহনের ঘোষণা দেন।
এরপর আরেকজন অভিভাবক তার সংসারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো দ্বিতীয় এক শিক্ষার্থীর জন্যও অনুরূপ প্রস্তাব দেন। নাছির উদ্দিন নাছির ওই শিক্ষার্থীরও পড়াশোনার সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়েছি।
ভিওডি বাংলা/ডিআর







