• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জামায়াত ছাড়া অন্য দলে এত সৎ মানুষ নেই : আমীর হামজা

   ১০ জুন ২০২৫, ০৭:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমীর হামজা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো দলে এত সৎ মানুষ নেই। এটা পরীক্ষিত হয়ে গেছে।

সম্প্রতি কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় উদাহরণ টেনে তিনি বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রিত্ব চালিয়ে ৩৬ টাকা ফেরত দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম। সুতরাং, এই দলে যারা আছে, তাদের ওপর বাংলাদেশের মানুষের আস্থা আছে যে, এরা অন্তত মারিংকাটিং করবে না।

নির্বাচন নিয়ে আমীর হামজা বলেন, অনেকে বলে- আপনাকে কেন ভোট দেবে? আমি বলি- ভোট দেবে না কেন! মানুষ তো ৫৪ বছর দেখেছে। এ দলে (জামায়াতে) যারা আছে, তাদের ওপর বাংলাদেশের মানুষের আস্থা আছে। আমরা তো দ্বীনের জন্য, আল্লাহর জন্য কাজ করব। মানুষ এমনিতেই সাড়া দেবে।

নির্বাচন ঘিরে প্রাসঙ্গিক সংস্কারের দাবি তুলে ধরে মুফতি হামজা বলেন, নির্বাচন সুষ্ঠু তো হতেই হবে। অবশ্যই সুষ্ঠু হওয়া লাগবে। কিন্তু নির্বাচনের আগের কাজ হচ্ছে সংস্কার। সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে। আর এটা কেউ মানবে না। বিশেষ করে দেশকে যারা ভালোবাসে তারা কখনো মানবে না যে, সংস্কারের আগে নির্বাচন হোক।

এর আগে কুষ্টিয়ায় নিজ গ্রামের বাড়িতে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের দ্বিতীয় দিন কোরবানির মাংস বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

মুফতি হামজা জানান, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর উদ্যোগে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে, তা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবার ৫০০ পরিবারকে দিয়েছি, আগামীতে আমরা যদি বাড়াতে পারি আমরা আরও বাড়াব ইনশাআল্লাহ। গতকালও আমার গ্রামের বাড়ি ডাবিরাভিটা, পাটিকাবাড়ি ইউনিয়নে প্রায় সাড়ে পাঁচ মণের মতো ওজনের গরু ছিল, ওগুলো গরিবদের মাঝে দিয়েছি। এর পর ছাগল ছিল, একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে। আগামীতে আরও দেওয়া হবে ইনশাআল্লাহ।

এ সময় কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ডা. ইব্রাহিম খলিল, পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।

ভিওডি  বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত