বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মিত হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায়, প্রায় ৭০ কোটি রুপি বাজেটে। সিনেমাটি পরিচালনা করেন ভারতীয় খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।