'বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অযাচিত পদক্ষেপের কারণে বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট হয়েছে' অভিযোগ এনে সেটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল।
খুলনা প্রতিনিধিএক সময়ের ব্যস্ত শিল্পনগরী খুলনা, আজ ‘মৃত শিল্পনগরী’। কালের পরিক্রমায় একে একে বন্ধ হয়ে গেছে এর রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকল এবং ব্যক্তিমালিকানাধীন চারটি পাটকল। সে তুলনায় নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। …