• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

   ১৫ জুন ২০২৫, ০৮:৫৬ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার(১৫ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম শাহারা বানু (৪৫)। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

শাহারার স্বজনেরা জানান, আজ সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়। এলাকাবাসী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে শাহারা বানু মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আইনে মামলা হবে। মোটরসাইকেলচালক পুলিশ হেফাজতে রয়েছেন।

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ