• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টিউলিপ সিদ্দিককে দুদকের তলব

   ১৫ জুন ২০২৫, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আগামী ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এজন্য ঢাকায় টিউলিপের পাঁচটি ঠিকানায় চিঠি পাঠিয়েছে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে তলব করা হয়।

নোটিশে বলা হয়, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক ও অন্যরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি(পুরাতন), বর্তমানে ১১এ, ১১ বি-এর ফ্ল্যাট নং বি/২০১ অবৈধভাবে দখল করে পরে রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা নেন।

এ অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে গত ১৫ এপ্রিল একটি মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা যুক্ত করা হয়েছে।

দুদক বলেছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ জরুরি। নির্ধারিত সময়ে হাজির না হলে অভিযোগ সম্পর্কে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

নোটিশের অনুলিপি দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত), পরিচালক (বিশেষ অনুরোধ ও তদন্ত-২) এবং অফিস কপিতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
চিফ প্রসিকিউটর গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
গুম-নির্যাতনে মামলা শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল