• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শ্রীপুরে গ্রেপ্তার ৪৩ শ্রমিক কারাগারে

   ১৫ জুন ২০২৫, ১০:০৩ পি.এম.

গাজীপুর প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুরে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধরের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখসহ ৬৮ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

গতকাল শনিবার দিবাগত রাতে ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন বাদী হয়ে শ্রীপুর থানার মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ৪৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ৪ জুন সব বিধি অনুসরণ করে ৭ জন শ্রমিককে বরখাস্ত করে কারখানা কর্তৃপক্ষ। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার কারখানা চালু করা হয়। সকালে শ্রমিকেরা কাজে এসে সাত শ্রমিক বরখাস্তের বিষয়ে জেনে আন্দোলন শুরু করেন। কারখানার কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করে কমপক্ষে ১০ জন কর্মকর্তাকে আহত করে। উত্তেজিত শ্রমিকেরা কারখানার কম্পিউটার, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাব ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।

খবর পেয়ে শ্রীপুর থানা, শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করেন। শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ডিজাইন টেক্স নিটওয়্যার কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে ৪৩ জনকে আটক করে। গতকাল শনিবার দিবাগত রাতে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইলিয়াস হোসাইন বাদী হয়ে ৪৩ জনসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার গ্রেপ্তার ৪৩ জনকে আদালতে সোপর্দ করা হয়। বাকিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই