• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না: জি-৭

   ১৭ জুন ২০২৫, ০৬:০৫ পি.এম.
কানাডায় চলমান ৫১তম সম্মেলনের ফাঁকে সদস্য দেশগুলোর নেতারা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট জি-৭। কানাডায় চলমান ৫১তম সম্মেলন থেকে যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানিয়েছে সদস্য দেশগুলো। ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। খবর ইকোনমিক টাইমস।

বিবৃতিতে বলা হয়, আমরা জোর দিয়ে বলছি, ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে। যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত।

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস।

সোমবার বিশ্বনেতাদের সাথে ফটো সেশনের সময় ট্রাম্প জানান, বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি।

তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে, তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে। যাতে তিনি ইসরায়েলের ওপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের তিনটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা জানায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ি ভাড়া বৃদ্ধির হার নির্ধারণ করল তালেবান সরকার
বাড়ি ভাড়া বৃদ্ধির হার নির্ধারণ করল তালেবান সরকার
যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা
যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা
পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি
পাকিস্তান সীমান্তে দুপক্ষের গোলাগুলি