• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পিটিয়ে হত্যার অভিযোগ

মায়ের জন্য ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না আশিকের

   ১৮ জুন ২০২৫, ০৮:৫৮ পি.এম.
নিহত আশিক। ছবি : সংগৃহীত।

পাবনা প্রতিনিধি 
গরু ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশীরা। এরপরও মায়ের হয়ে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না ১৭ বছরের কিশোর আশিকের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত মধ্যরাতে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আশিক মন্ডল (১৭) রামকান্তপুর গ্রামের মো. সন্তোষ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে প্রভাবশালী প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেত খায় আশিকদের গরু। এ নিয়ে কথা কাটাকাটির জেরে মাকে বেধড়ক মারপিট করেন অভিযুক্ত ওই প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মা'কে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান।

এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত আরোফ মৃধা ও তার স্বজনরা। পরে‌‌ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যায় আশিক।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গরুর ক্ষেত খাওয়া নিয়ে ঝামেলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরো জানান, বুধবার দুপুরে নিহতের ভাই বাদি হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে  অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আরোফ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি