• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

   ১৮ জুন ২০২৫, ০৯:৪৮ পি.এম.

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে পরিবেশ বিপর্যয় রোধ ও তাঁতশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক স্মার্ট উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রতিশ্রুতি’র সভাপতি আব্দুল মতীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক আব্দুল গফুর, পাবনা প্রতিশ্রুতির পরিচালক খোন্দকার বোরহানুর হাসান।

স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রতিশ্রুতি’র পরিচালক এবং স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন মনির হোসেন। প্রকল্প ব্যবস্থাপক শামছুর রহমান প্রকল্পটির সার-সংক্ষেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নাধীন স্মার্ট তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তিতে তাঁত পণ্য উৎপাদনে তাঁত মালিকরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপি এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষনের কারন ও প্রতিকার, তাঁতশিল্পে আধুনিক মেশিন এর ব্যবহার ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মশালায় পাবনার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ, তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার, সাংবাদিক, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, স্থানীয় তাঁত উদ্যোক্তা সহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রকল্প ব্যবস্থাপক শামছুর রহমান জানান, স্মার্ট তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও সাঁথিয়া উপজেলার ৮০০ জন তাঁত উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ