• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজীপুরে এটিএম বুথ

ধর্ষণের শিকার কিশোরীর পাশে দাঁড়াল বিএনপি

   ২০ জুন ২০২৫, ০১:৫০ পি.এম.

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিএনপি। শুক্রবার(২০ জুন) সকাল ১১টার দিকে দলটির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল-এর গাজীপুর জেলার দায়িত্বে থাকা ডা. রফিকুল ইসলাম বাচ্চু নির্যাতনের শিকার কিশোরীর স্বজনদের ওই আশ্বাস দেন।

ওই সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু কিশোরী মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেয়েটির মা-বাবার হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বিএনপির এ নেতা কিশোরী মেয়েটিকে আইনি সহায়তারও প্রতিশ্রুতি দেন।

এ সময় ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, 'অতীতে ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটছে।'

তিনি আরো বলেন, ‘দেশের বিভিন্নস্থানে নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন, হেনস্তাকরণ ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ ঘটনায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

গত রবিবার সকালে শ্রীপুর উপজেলার একটি ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে কিশোরী মেয়েটির ওপর নির্যাতন চালান কর্তব্যরত নিরাপত্তাকর্মী লিটন মিয়া। এ ঘটনায় ওইদিনই নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

ঘটনার পরদিন সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা লিটন মিয়া (৪০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আবদুল আউয়ালের ছেলে। লিটন শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়িতে ভাড়া থেকে ওই এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

ধর্ষণের  শিকার কিশোরীর বাবা জানিয়েছেন, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি করতেন। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সঙ্গে নানা বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন।

বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন তা জেনে তার মেয়েকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

মেয়েটির বাবা জানান, গত রবিবার সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির উপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে: রাকিব
ঢাবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি বহাল থাকবে: রাকিব
ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সতর্ক করলেন আবদুস সালাম
ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সতর্ক করলেন আবদুস সালাম
স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে ইউএনও বাসভবনে হামলা
স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে ইউএনও বাসভবনে হামলা