দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা


ডেস্ক রিপোর্ট
দক্ষিণ আফ্রিকায় বিল্লাল সিকদার (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে দেশটির বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
বিল্লাল সিকদার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পশ্চিম দিনারা গ্রামের সিরাজ সিকদারের ছেলে। নিহত বিল্লালের চাচাতো ভাই ইকবাল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইকবাল সিকদার বলেন, ২০১৬ সালে বিল্লাল সিকদার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার একটি ছেলে সন্তান আছে। প্রতিদিনের মতো নিজের দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন বিল্লাল। হঠাৎ একদল অস্ত্রধারী বিল্লালের দোকানে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে দোকান থেকে মূল্যবান মালামাল ও টাকাপয়সা লুট করে । এসময় তাকে একাধিক গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রবাসী বাংলাদেশীরা ভিডিও করে বিল্লালের মৃত্যুর বিষয়ে পরিবারকে জানায়।
ভিওডি বাংলা/ এমএইচ