• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক

   ২১ জুন ২০২৫, ০৫:০৭ পি.এম.

ইবি প্রতিনিধি: 

ভারতে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২১ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

শোকবার্তায় বলা হয়, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা চিকিৎসারত অবস্থায় ভারতের রেলা হসপিটালে আনুমানিক রাত ১টার দিকে মৃত্যুবরণ করেন। শান্তা দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত ৬ মে লিভার ট্রান্সপ্ল্যান্ট অপারেশন সম্পন্ন হয়েছিল এবং তারপর থেকে আর জ্ঞান ফেরেনি। তার এই আকস্মিক মৃত্যুতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহমেদ এবং সদস্য সচিব মাসুদ রুমি মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ