• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মামুন রেজা

   ২১ জুন ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো চিফ এবং খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ জুন) বাদ জোহর তার জানাজা খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সুতীরকূল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. এনামুল হকসহ খুলনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, চ্যানেল টোয়েন্টিফোর ঢাকা অফিসের আউটপুট এডিটর কাইয়ুম তুহিন, যুগ্ম বার্তা সম্পাদক তামিম রহমান, নাদিম হোসেন, দৈনিক সমকালের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মনিরুল ইসলাম, সহযোগী সম্পাদক হকিকত জাহান হকি, খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) আবুল বাশার মো. আতিকুর রহমান, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, দিঘলিয়া থানা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক সঠিক মোজাম্মেল হোসেন, মোল্লা নাজমুল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামাতের সেক্রেটারি মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গোলাম রসুল খান, মোল্লা নাজমুল হক, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী মোড়ল, আলহাজ সারোয়ার কান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, আসমা সারোয়ার খান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, দিঘলিয়া জামে মসজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলামসহ এলাকার বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ। জানাজা পরিচালনা করেন হাফেজ মাওলানা রিয়াজুর ইসলাম।

এর আগে, শুক্রবার রাতে জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে সাংবাদিক মামুন রেজার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ খুলনা প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রাতেই মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি দিঘলিয়ার ব্রহ্মগাতী গ্রামে।

শুক্রবার (২০ জুন) নিজ বাসায় অবস্থানকালে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর রাত ৯টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাংবাদিক মামুন রেজাকে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন