• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

জামায়াত নেতার ইটভাটায় হামলা, ভাঙচুর-লুটপাট

   ২১ জুন ২০২৫, ০৬:৩২ পি.এম.

বগুড়া প্রতিনিধি: 

বগুড়ার শেরপুরে রেজাউল করিম বাবলু নামের এক জামায়াত নেতার ইটভাটায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ভাটার ব্যবস্থাপক ও তিন কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার (২১ জুন) সকালে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই গ্রামে আর কে বি নামে একটি ইটভাটা গড়ে তোলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম বাবলু।

প্রায় এক যুগ ধরে পরিচালনা করে আসছেন তিনি। তুচ্ছ ঘটনার জেরে গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ইটভাটার কর্মচারীদের মারধর এবং ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

জামায়াত নেতা বাবলু বলেন, ‘আমার ইটভাটার সামনে দিয়ে একটি গ্রামীণ সড়ক রয়েছে। বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কটি কাদাযুক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে সড়কটিতে ইট বিছিয়ে দিচ্ছিলাম। কিন্তু স্থানীয় সন্ত্রাসী সোহেল রানা কোনো কারণ ছাড়াই ইট বিছানোর কাজে বাধা দেন। এমনকি ভাটা মালিকসহ কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় ভাটার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, তার ছেলে কাওছার আলী ও ভাটার সহকারী ব্যবস্থাপক আশরাফ আলী প্রতিবাদ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানার নেতৃত্বে আট থেকে নয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের রক্তাক্ত করেন। একপর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

ভাটার মালিক জামায়াত নেতা রেজাউল করিম বাবলুর অভিযোগ, সন্ত্রাসীরা যাওয়ার সময় ইটভাটার বিপণন কেন্দ্রে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ক্যাশ বাক্সে রক্ষিত নগদ চার লাখ টাকাও লুট করে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল রানার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছেন।

ভিওডি বাংলা/এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাঁশখালীতে বাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
বাঁশখালীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭
জয়পুরহাট ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে সংঘর্ষ, পুলিশসহ আহত ৭