• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

স্বপদে বহাল হচ্ছেন বিএনপির অব্যাহতি পাওয়া দুই নেতা

   ২২ জুন ২০২৫, ০১:০২ পি.এম.
জেলা বিএনপির নোটিশ ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মণ্ডল। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

ঠুনকো অজুহাতে অব্যাহতি পাওয়া গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে স্ব স্ব পদে বহাল রাখার নির্দেশ দিয়েছে গাইবান্ধা জেলা বিএনপি।

রোববার (২২ জুন) স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, ‘ইউনিয়ন বিএনপির সৎ ও যোগ্য নেতা আবু তাহের মণ্ডল। তিনি একাধিকবার কারা নির্যাতন ভোগ করেছেন। বিগত ১৭ বছর জীবনের সর্বস্ব খুইয়েছেন, তবুও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। এমন নির্লোভ-ত্যাগী নেতাকে যারা অব্যাহতি দিয়েছেন তারা মূলত ৫ আগস্টের পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন।’

দলীয় সূত্রে জানা গেছে ৫ আগস্টের পর জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়া নাহিদুজ্জামান নিশাদের ব্যানারবিহীন ‘হঠাৎ আয়োজিত’ একটি অনুষ্ঠানে যোগ দিতে না পারায় জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু তাহের মণ্ডল ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান বুলবুলকে কারণ দর্শানো নোটিশ দেয় উপজেলা বিএনপি। নোটিশের জবাবে তারা জানান, একই সময়ে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন যৌক্তিক ও উপযুক্ত জবাবের পরও এই দুজনকে ইউনিয়ন বিএনপির পদ থেকে অব্যাহতি দেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু।

একই সাথে তাদের স্থলে বিগত দিনে বিএনপির রাজনীতি সম্পূর্ণ নিষ্ক্রিয় দুই ব্যক্তি মো. এনামুল হক ও জাহাঙ্গীর আলমকে যথাক্রমে আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়।

এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে। গাইবান্ধা জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীলদের হস্তক্ষেপে উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানো নোটিশ দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মইনুল হাসান সাদিক ও সদস্য সচিব মাহামুদুন নবী টিটুল। নোটিশের পর শনিবার (২১ জুন) জুমার বাড়ি ইউনিয়ন বিএনপির অনৈতিকভাবে অব্যাহতি পাওয়া দুই নেতাকে স্ব স্ব পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন তারা।  

জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আবু তাহের মণ্ডল জানান, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আমি ইউনিয়নের পক্ষ থেকে দোয়া মাহফিল করেছি। অথচ কথিত এক প্রভাবশালী নেতার ব্যক্তিগত একটি প্রোগ্রামে গিয়ে তার প্রতি আনুগত্য না দেখানোয় আক্রোশমূলক আমাদের অব্যাহতিপত্র দেয়া হয়েছে। যা শুধু আমরা কেন, কেউই মেনে নেয়নি। আমি জেলা বিএনপি ও রংপুর বিভাগীয় দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছেন।

এ ব্যাপারে মঈন প্রধান লাবু বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তড়িঘড়ি ইউনিয়ন বিএনপির দুই নেতাকে অব্যাহতি প্রদান করা সঠিক হয়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী জানান, বিষয়টি আমি ভালোভাবে বুঝে উঠতেই পারিনি। তারা দুজনেই ত্যাগী নেতা। অব্যাহতি প্রদানের বিষয়টি হুট করে হয়েছে। কাজটি ঠিক হয়নি। এ বিষয়ে জেলার নির্দেশনা মেনে তাদের স্ব স্ব পদে বহাল রাখা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
রাজশাহীতে সবুজ নগরী’র ঐতিহ্য হুমকির মুখে
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন