• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে সাবেক বিডিআর সদস্যরা

   ২২ জুন ২০২৫, ০৪:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডির পর চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সাবেক বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের এই কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা শুরুতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিলেও পরে তা স্থগিত করে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। বেলা ১১টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. রোকসেদ আলম একথা নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা আশা করছি, প্রতিনিধি দল সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধান নিয়ে ফিরবে। আর যদি ফলাফল আশানুরূপ না হয়, তবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে ‘মার্চ টু সচিবালয়’ থেকে ‘মার্চ টু যমুনা’ও হবে।

সাবেক বিডিআর সদস্য কামরুজ্জামান উজ্জ্বল বলেন, গত ১৭ বছর মানবেতর জীবন কাটিয়েছি। ১৩ মাস কারাভোগ করেছি। ছেলেকে ভালো কলেজে পড়াতে পারিনি। পরিবারের মুখে ভালো খাবার তুলে দিতে পারিনি। গার্মেন্টসে কাজ করেছি। কেউ সুবিচার দেয়নি। আমরা ড. ইউনূস সরকারের দিকে তাকিয়ে আছি- তিনি আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন।

আরেক সদস্য জসীম উদ্দীন বলেন, আমি বিনাদোষে চার বছর কারাভোগ করেছি। আজ আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি মেনে নেবে।

তাদের তিন দফা দাবি হলো- ১. চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ: পিলখানা ও দেশের অন্যান্য বিডিআর ইউনিটসমূহে সাদারি কোর্ট ও বিশেষ আদালতের মাধ্যমে চাকরিচ্যুত (৭৬ ব্যাচসহ) সকল সদস্যকে পুনর্বহাল এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

২. স্বাধীন তদন্ত কমিশন গঠন: পিলখানা হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। পাশাপাশি, কমিশনের কার্যকারিতা বাধাগ্রস্তকারী সকল বিধিনিষেধ (বিশেষ করে ‘ব্যতীত’ শব্দ ও ধারা ২(৫)) বাতিল করতে হবে। নিরপরাধ সদস্যদের মুক্তি ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. বিডিআর নাম পুনঃস্থাপন ও সেনা কর্মকর্তাদের পুনর্বাসন: ষড়যন্ত্রমূলকভাবে চাকরিচ্যুত দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের পুনর্বাসন ও ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনরায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী