• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

   ২২ জুন ২০২৫, ০৮:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

রোববার (২২ জুন) বিকাল ৫টা ১৭ মিনিটে রূপায়ণ টাওয়ারের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ট্র্যাফিক সহকারীর দায়িত্বে থাকা সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা কাজ করা সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত করা যায়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তীতে পুলিশ ব্যবস্থা নিবে বলে আমাদের জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
এনসিপির সমাবেশ বিকেলে, প্রস্তুতি প্রায় শেষ
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী