• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

   ২৩ জুন ২০২৫, ০১:৫৩ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক: 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যখন অন্য দেশের ওপর হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। খবর আলজাজিরার

তিনি আরও বলেন, ‘গাজায় এখনো নারী-শিশুদের হত্যাকাণ্ড চলছে। এর মধ্যে ইসরায়েল এখন ইরানকে আক্রমণ করছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করছে।’

আনোয়ার প্রশ্ন তোলেন, ‘যদি ইরানকে প্রতিক্রিয়া জানাতে না দেওয়া হয়, তবে কেন ইসরায়েলকে বারবার এমন কাজ করতে দেওয়া হচ্ছে?’

এ সময় তিনি গাজার চলমান পরিস্থিতি এবং ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান।

এর আগে আঙ্কারায় ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাজি হাসান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি