• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ঢাকা কলেজ ছাত্রদল একটি মডেল ছাত্রদল: রাকিব

   ২৩ জুন ২০২৫, ০৭:৪৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা কলেজ ছাত্রদল একটি মডেল ছাত্রদল। বিগত সাড়ে পনেরো বছরে ঢাকা কলেজ ছাত্রদল ছাত্ররাজনীতি ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করতে গিয়ে বারবার রক্তাক্ত হয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাস। বারবার হামলার শিকার হয়েছেন নেতাকর্মীরা। তাদের স্বাভাবিক শিক্ষা জীবনও ব্যাহত হয়েছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদল সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন ঢাকা কলেজ ছাত্রদল আমাদের নির্দেশনায় অগ্রণী ভূমিকা পালন করে। সত্যিকার অর্থে, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে।

সোমবার (২৩ জুন) ঢাকা কলেজের শহীদ আ.ন.ম নজীব উদ্দীন খান খুররম অডিটোরিয়ামে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও কলেজ শাখার ছাত্রদল নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ছাত্রসমাজের প্রধান দাবি ছিল বিগত ১৫ বছরে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবি। তারা সাধারণ শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, নারীদের সম্মানহানি ঘটিয়েছে, হামলা চালিয়েছে। এই সব সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছি। কিন্তু যারা এই আন্দোলনের ক্রেডিট চুরি করেছে, তারা কেউই ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, আজকে ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বোমাবাজি করার মতো দুঃসাহস দেখাচ্ছে, মাত্র এক বছরের বাস্তবতায়। এককভাবে ছাত্রলীগকে প্রতিরোধ গড়ে তুলেছে ছাত্রদল, যা অন্য কোনো সংগঠন দেখাতে পারেনি। যারা গোপনে ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে, তাদের ছাত্রসমাজ মনে রাখবে। আমরা শুধু ছাত্রলীগ নয়, যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, তাদের বিচারও দাবি করি।

ছাত্রসংসদ নির্বাচন নিয়ে রাকিব বলেন, আমরা ডাকসু, জাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন চাই এবং তাতে অবশ্যই অংশগ্রহণ করব। আমরা কিভাবে অংশগ্রহণ করব, সেটা আমাদের বিষয়। তবে যদি ছাত্রলীগের বিচার না হয় এবং পক্ষপাতদুষ্ট শিক্ষকরা বিচারের আওতায় না আসেন, তাহলে এই নির্বাচন ইতিহাসে ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। যারা এই আন্দোলনের ঐক্য বিনষ্ট করছে ও নিজের স্বার্থে দল গঠন করছে, তারা এককভাবে দায়ী থাকবে।

ছাত্রদলের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে রাকিব বলেন, আমাদের লক্ষ্য হলো উৎপাদনশীল ও কর্মমুখী তরুণ সমাজ গঠন, সার্টিফিকেট নির্ভরতা থেকে কর্মমুখী শিক্ষায় অগ্রসর হওয়া, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, নারী শিক্ষার অগ্রাধিকার রক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশ, লাইব্রেরির মান ও সংখ্যা বৃদ্ধি এবং সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নিয়ে একসাথে কাজ করা।

সভাপতির বক্তব্যে আহ্বায়ক পিয়াল হাসান বলেন, স্বাধীনতার পর রক্তাক্ত শিক্ষাঙ্গনকে সঠিক পথে পরিচালনার লক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদলের অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ, আহত ও জেল-জুলুমের শিকার হয়েছেন। বিগত ১৭ বছর ধরে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও ঢাকা কলেজ ছাত্রদল একটি শিক্ষা ও কর্মীবান্ধব, মুক্তচিন্তা ও সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে নিজেদের উপস্থাপন করবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম