• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফেসবুকের ভিডিও থেকে আর আয় করা যাবে না

   ২৫ জুন ২০২৫, ১২:০২ পি.এম.

ভিওডি ডেস্ক রিপোর্ট: 

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না। এবার ফেসবুক ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন, তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

নতুন যে ফিচার আসতে চলেছে তাতে ফেসবুকে আপলোড করা প্রত্যেকটা ভিডিও-সে ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। অর্থাৎ এবার থেকে আর ব্যবহারকারীকে ভিডিও কিংবা রিলের মধ্যে কিছু বেছে নিতে হবে না। কারণ এবার থেকে দুটোই একই হতে চলেছে। অর্থাৎ আয় হবে শুধু রিলস থেকেই।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। যার জেরে কন্টেন্ট ক্রিয়েশন একটু জটিলই ছিল। কিন্তু এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও পাওয়া যাবে। যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। ভিডিওর কোনো ধরা বাধা সময়ও থাকবে না। যত বড় ইচ্ছা তত বড় ভিডিও আপলোড করতে পারবেন রিলসে।

একটা সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল। ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ডের মতো। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। এখন যদি ব্যবহারকারী ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করেন, সেই সবকিছুই রিলস হিসেবে পাবলিশ হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূস আ.লীগ নিয়ে ছেলেখেলা করছে : নিলোফার
ড. ইউনূস আ.লীগ নিয়ে ছেলেখেলা করছে : নিলোফার
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য