• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরাইলের ঘোষণায় মৃত কমান্ডার তেহরানে জীবিত!

   ২৫ জুন ২০২৫, ১২:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানে এক অনুষ্ঠানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইরানি ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে জীবিত এবং সুস্থ অবস্থায় দেখা গেছে। ইরান-ইসরাইল সংঘাতে জেনারেল কানিকে হত্যার দাবি করেছিল ইসরাইল। 

মঙ্গলবার (২৪ জুন) তেহরানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বুধবার (২৫ জুন) স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আনাদোলু।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্যে কানি আছেন। সামাজিকমাধ্যম এক্সে তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর তেহরানের জনগণের আজকের সমাবেশে কমান্ডার কানি যোগ দিয়েছেন।’

এছাড়া রাষ্ট্র পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে বলেছে, ‘ইহুদি (ইসরাইলি) শাসনের বিরুদ্ধে বিজয় উদযাপনের সময় তেহরানে উল্লসিত জনতা আইআরজিসি কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

এই মাসের শুরুতে, নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইলি হামলায় নিহত ইরানি সামরিক নেতাদের মধ্যে কানিও ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার