• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেএমপি প্রধান ফটকে তালা দিল ‘ছাত্র-জনতা’

   ২৫ জুন ২০২৫, ০৫:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে গ্রেপ্তার না করে ছেড়ে দেয়ার প্রতিবাদে কেএমপি সদর দফতরের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে ‘ছাত্র-জনতা’।

বুধবার (২৫ জুন) দুপুর তিনটার দিকে ওই তালা লাগিয়ে দেয়া হয়। এর আগে দুপুর ১টা থেকে দফতরের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। সমাবেশ থেকে কেএমপি কমিশনারের পদত্যাগও দাবি করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলছে, জুলাই আন্দোলনের সময় এসআই সুকান্ত খুলনায় ছাত্র-জনতার ওপর ব্যাপক নির্যাতন করে। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে চারটি মামলা হয়। গতকাল মঙ্গলবার নগরের ইস্টার্ন গেট এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে ধরে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাকে গ্রেপ্তার না দেখিয়ে রাতে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশে এমনটা করা হয়েছে। সুকান্তকে ছেড়ে দেয়ার প্রতিবাদেই তারা বিক্ষোভ সমাবেশ করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে গতকাল খুলনায় যান তিনি। সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর সুকান্ত দাশের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল