• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাঁচ দফা দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

   ২৫ জুন ২০২৫, ০৬:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরিশাল প্রতিনিধি

বরিশালে সরকারি ব্রজমোহন-বিএম কলেজের শিক্ষক, একাডেমিক ভবন ও আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৫ জুন) বেলা ১১টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে অধ্যক্ষ শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে আসেন সেখানে। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যক্ষ সময় চান। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অটল থাকেন। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে তাদের দাবি নিয়ে আলোচনায় বসেন। এ সময় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ ছাড়া প্রতিটি বিভাগে শিক্ষক সংকট থাকায় ঠিকমতো ক্লাস হয় না। অডিটরিয়াম ব্যবহারের অনুপযোগী এবং বিভিন্ন বিভাগের সংস্কার প্রয়োজন। রয়েছে পরিবহন সংকট। এ সব দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের ভেতর থাকা সড়ক সংস্কার এবং যে সব আবাসন ভবনে সমস্যা রয়েছে তা সংস্কারসহ তিনটি কাজ শিক্ষা প্রকৌশল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু করবে।’

তিনি আরও জানান, শিক্ষক সংকট এবং পরিবহন সংকট দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ওই সব সংকট যাতে দ্রুত কেটে যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।

ভিওডি বাংলা/রাসেল/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই