• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নারী নির্যাতনের অভিযোগে শিবির নেতার বিরুদ্ধে মামলা

   ২৫ জুন ২০২৫, ০৬:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নারীকে নির্যাতন করে তালাক নামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগে ছাত্রশিবিরের ইউপি সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে ওই নারী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন উপজেলার চড়ইকুল গ্রামের কাজিম উদ্দিনের ছেলে হাসানুর রহমান হাসান (৩২) ও তার ভাই বড়াইগ্রাম সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খান (২১)।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী ওই নারী গাজীপুরের টঙ্গী এলাকায় পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিচয় হয় হাসানুর রহমান হাসানের সঙ্গে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক দুই লাখ টাকা মোহরানায় বিয়ের হয় তাদের মধ্যে। একটি বাসা ভাড়ায় সংসার করতে থাকার কিছুদিন পর সেখান থেকে বাড়িতে চলে আসেন হাসানুর রহমান হাসান। ৬ জুন স্ত্রীর দাবি নিয়ে হাসানুর রহমান হাসানের বাড়িতে আসেন ওই নারী।

তখন হাসানুর রহমান হাসান ও তার ছোট ভাই হারুন খান তাকে মারধর ও শ্লীলতাহানি করেন। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামায়াতে ইসলামীর কয়েজন নেতা এসে ওই নারীকে হাসানুর রহমানের বাড়িতে রেখে আসেন। পরে শনিবার বিকালে (১৪ জুন) বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তালাকনামায় স্বাক্ষর নেন।

অভিযুক্ত শিবির নেতা হাসানুর রহমান হাসান বলেন, ‘ওই নারীর চরিত্রে সমস্যা। আমাকে জোর করে বিয়ে করেছিলেন। এখন আবার নতুন করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি