• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগের প্যাডেই চলছে বিএমইউ’র প্রেসক্রিপশন

   ২৫ জুন ২০২৫, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

মোক্তাদির হোসেন প্রান্তিক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দাবির মুখে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর নাম। স্বাস্থ্য খাতের শীর্ষ এ শিক্ষাপ্রতিষ্ঠান এখন পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নামে।

নাম পরিবর্তনের দুই মাস পার হলেও এখনো প্রেসক্রিপশনে পুরোনো নাম কেন ব্যবহার হচ্ছে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ ভিওডি বাংলাকে বলেন, প্রেসক্রিপশনের লোগো নিয়ে কাজ চলছে। এর আগে কয়েকটি লোগো ডিজাইন করা হলেও মতানৈক্যের কারণে সেগুলো অনুমোদন পায়নি। এখন নতুন একটি লোগো চূড়ান্ত করতে কাজ অব্যাহত আছে।

প্রেসক্রিপশনে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম কবে থেকে যুক্ত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আগামী শনিবার সিন্ডিকেট সভায় হতে পারে। আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিএসএমএমইউ নাম পরিবর্তন করে বিএমইউ করা হয় গত ১৬ এপ্রিল সরকারি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে। কিন্তু নাম পরিবর্তনের দুই মাস পেরিয়ে গেলেও চিকিৎসাসেবা কার্যক্রম এখনও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামাঙ্কিত প্রেসক্রিপশন প্যাডেই চলছে।

হাসপাতলটিতে সেবা নিতে আসা রোগীদের বেশ কয়েকটি প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখা যায় আগের প্রেসক্রিপশন প্যাডেই চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। এতে হাসপাতালের পেশাগত গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। রোগী ও স্বজনদের মতে, হাসপাতালের নতুন নাম ও প্রেসক্রিপশনে এখনো পুরোনো নাম ব্যবহারের ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

রায়হান জুবায়ের (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গত ২২ জুন বিএমইউ’র বহির্বিভাগ-২ বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সেবা নিতে আসেন।

তিনি বলেন, এই প্রেসক্রিপশনে বাংলাদেশে চিকিৎসা সেবা স্বাভাবিক প্রক্রিয়ায় নিতে পারবো। কিন্তু দেশের বাইরে চিকিৎসা নিতে গেলে এই প্রেসক্রিপশন নিয়ে জটিলতা দেখা দিতে পারে। কারণ কাগজে-কলমে এই হাসপাতালের নামের সঙ্গে প্রেসক্রিপশন প্যাডের কোন মিল নেই। তাই প্রেসক্রিপশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১৩ এপ্রিল, ২০২৫ তারিখে প্রকাশিত অধ্যাদেশ নম্বর ১২, ২০২৫-এর মাধ্যমে ১৯৯৮ সালের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন’ সংশোধন করা হয়েছে।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় আইনের ১ নম্বর ধারায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ বসানো হয়েছে। ফলে নতুন অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর পদ্ধতির নির্বাচন করতে দলগুলোর প্রস্তুতি কতটুকু?
পিআর পদ্ধতির নির্বাচন করতে দলগুলোর প্রস্তুতি কতটুকু?
পিআর পদ্ধতির নির্বাচনে আ’লীগের লাভ বেশি
পিআর পদ্ধতির নির্বাচনে আ’লীগের লাভ বেশি
দুর্নীতিবাজ কর্মকর্তাদের পুরস্কার ও বিদেশ পলায়নের সুযোগ দিচ্ছেন সচিব
দুর্নীতিবাজ কর্মকর্তাদের পুরস্কার ও বিদেশ পলায়নের সুযোগ দিচ্ছেন সচিব