• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মৎস্যজীবী লীগ নেতা থেকে ইসলামী আন্দোলনের উপদেষ্টা

   ২৬ জুন ২০২৫, ০৬:১২ পি.এম.

ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের ছোট ভাই মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা নূরে আলম বিশ্বাস ঘটা করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা নূরে আলম বিশ্বাস মৎস্যজীবী লীগের নেতা হিসেবে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তার সেই আশা অপূর্ণ থেকে যায়।

তিনি বর্তমানে হয়ে উঠেছেন ইসলামপন্থী রাজনীতির পরিচিতি মুখ। গত ২১ জুন বিকালে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড়ের একটি অফিসে ইসলামী আন্দোলনের অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আলম বিশ্বাস। ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে শপথও গ্রহণ করেন তিনি।

জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি নায়েব আলী জোর্য়াদ্দার বলেন, ‘ক্ষমতার পালা বদল দেখে অনেকে তাদের চেহারা বদলাতে শুরু করেছেন।

এ সকল সুবিধাবাদীরা আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করছে। দলের সুসময়ে এসব নেতা ক্ষমতার মাখন খেয়েছেন। আর দলের দুঃসময়ে নতুন মঞ্চে উঠে অপকর্ম ঢাকতে চাচ্ছেন।’ ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে নূরে আলম বিশ্বাস বলেন, ‘আমি অনেক আগে থেকেই চরমোনাই পীরের ভক্ত।

সেজন্য ইসলামী আন্দোলনে যোগদান করেছি। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমি মৎস্যজীবী লীগের রাজনীতি করতাম।’ 

ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম  বলেন, ‘আলম বিশ্বাস দলবল নিয়ে চরমোনাই গিয়ে নায়েবে আমীর ও পীর সাবেহের কাছে সদস্য ফরম পূরণ করার পর আমরা তাকে শপথ পাঠ করাই।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই