• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অর্জুনের জন্মদিনে ভালোবাসার বার্তা মালাইকার

   ২৬ জুন ২০২৫, ০৬:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বিচ্ছেদের এক বছর কাটতে না কাটতেই বলিপাড়ায় ফিরছে পুরোনো সেই সুর। ফের জোড়া লেগেছে অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ভাঙা সম্পর্ক। গত বছর এই সময়েই ছন্দপতন হয়েছিল তাদের প্রেমের গল্পে। মালাইকার নিরুত্তরতা, অর্জুনের জন্মদিনে চুপচাপ থাকা,সব কিছুই যেন ইঙ্গিত করছিল পরিসমাপ্তির দিকে। কিন্তু চলতি বছর এর জুনে এসে পাল্টে গেল সেই চিত্রনাট্য।

গত কয়েক দিন ধরেই বি-টাউনে জল্পনা-কল্পনা ছিল, সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন অর্জুন ও মালাইকা। বৃহস্পতিবার (২৬ জুন) অর্জুনের জন্মদিনে সেই জল্পনাই আরও ঘনীভূত হলো। গত বছর অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি মালাইকাকে। এ বার মালাইকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের জায়গা করে নিলেন ‘প্রাক্তন’ প্রেমিক অর্জুন।

অভিনেতার একটি বুমেরাং ছবি শেয়ার করেছেন মালাইকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রকাশিত সেই বুমেরাং-এ দেখা যায়, বিদেশের রাস্তায় খোশমেজাজে লাফালাফি করছেন অর্জুন। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তায় লেখা ছিল, ‘শুভ জন্মদিন অর্জুন কাপুর’। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি দিয়েছেন উদ্‌যাপনের প্রতীক হিসাবে। পাশাপাশি সেখানে রয়েছে একটি হৃদয়ের ইমোজিও তবে, তা লাল নয়, বরং সাদা।

বেশকিছুদিন আগে কবি রুমির লেখা একটি ভালোবাসার কবিতা শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে লেখাছিল, আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসবো না। বুদ্ধিভ্রম হতে পারে, আবার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। বরং আমি তোমাকে আমার আত্মা দিয়ে চিরন্তন ভালবাসবো। হঠাৎ ভালবাসা নিয়ে মালাইকার এমন পোস্ট দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। আর এই পোস্টে অর্জুন কাপূর ‘লাইক’ করতেই তারা আরও বেশি করে চমকে যান।

তবে অর্জুনের ছবিতে সাদা হৃদয়ের ইমোজিতে কি যে আত্মিক প্রেমের কথা বলেছিলেন, সেই বার্তাই রেখে গেলেন মালাইকা? বিষয়টি বেশ ভাবাচ্ছে তার ভক্ত-অনুরাগীদের।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল