• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুতিনের বিচার দাবি করলেন জেলেনস্কি

   ২৬ জুন ২০২৫, ০৭:০৮ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে তিনি বলেন, আগ্রাসনের শাস্তি নিশ্চিত করতে হবে। পুরো ইউরোপকে একসঙ্গে সেটাই প্রমাণ করতে হবে।

জেলেনস্কি এই মন্তব্য করেন ইউরোপীয় মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরের পর। চুক্তিটি একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পথে প্রথম ধাপ। যার মাধ্যমে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের এমনকি প্রেসিডেন্ট পুতিনেরও বিচার করার লক্ষ্য রয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের ঘটনায় গঠিতব্য এই ট্রাইব্যুনাল হবে কাউন্সিল অব ইউরোপের আওতায় পরিচালিত প্রথম ট্রাইব্যুনাল।

জেলেনস্কি বলেন, এটি বাস্তবায়নে রাজনৈতিক এবং আইনি সাহসের দরকার পড়বে। কিন্তু পুতিনসহ প্রত্যেক রুশ যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা জরুরি।

নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগে বলা হয়েছে, ইউক্রেন থেকে অবৈধভাবে শিশুদের স্থানান্তরের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন তিনি।

তবে আইসিসিরএর আওতায় ‘আগ্রাসনের অপরাধ’ বা অন্য রাষ্ট্রে সশস্ত্র হামলার বিচার হয় না। এ কারণেই এই বিশেষ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগ্রাসনের অপরাধে পুতিনসহ রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করতে পারবে।

ট্রাইব্যুনালটি কোথায় স্থাপিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি। তবে জেলেনস্কি হেগ শহরকে উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার