• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বিএনপি করে লাইফ শেষ’ লাইভে শ্রমিক নেতার বিষপান

   ২৬ জুন ২০২৫, ০৯:১৬ পি.এম.

লালমনিরহাট প্রতিনিধি: 

বিএনপির প্রতি ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন লালমনিরহাট পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহবায়ক উমর ফারুক। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে রংপুর মেডিকেলে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

বুধবার(২৫ জুন) রাত ৩টার দিকে ফেসবুক লাইভে আসেন উমর ফারুক।

এ সময় তিনি বলেন, আমি বিএনপি করে নিজের লাইফটা শেষ করেছি। সামান্য একটি ঘটনা নিয়ে আমার নামে লালমনিরহাটে দুলু ভাই ও রাজিব ভাই ভিন্ন অভিযোগ করেছেন। অথচ আমি কোনো খারাপ কাজ করিনি, বরং তাদের হাত ধরে ক্ষমাও চেয়েছি।

পাটগ্রাম উপজেলার কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী নেতার কারণে দল থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের জন্য নিজের মালিকানাধীন জিনিস বিক্রি করে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন বলেও জানান ওই নেতা।

বিষপান করার আগে তিনি বলেন, সকালে আমার মেয়ের এইচএসসি পরীক্ষা। জানি না সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না। আমি আর বাঁচতে চাই না। বিদায়, দুনিয়া।

তিনি বলেন, দলের জন্য কতবার মার খেয়েছি, কতোদিন বাড়িতে থাকতে পারিনি, না খেয়ে থেকেছি। তা কেউ জানে না। আজ সুদিনে এসে কিছু সুবিধাবাদী নেতার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো।

লাইভে দেখা যায়, তিনি বিষ জাতীয় কিছুর বোতল দেখিয়ে পরে খেয়ে ফেলেন। এক পর্যায়ে বিষক্রিয়ায় ছটফট শুরু করেন। তখন পরিবার লোকজন ছুটে আসে।

ধারণা করা হচ্ছে, দলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও হতাশা থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য বিরাজ করছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটগ্রাম হাতিবান্ধা আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যথাযথ ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিলো। এমন খবর পেয়ে সে আবেগ প্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা তার খোঁজখবর রাখছি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আমাকে বুধবার রাতে পাটগ্রাম থেকে এক বিএনপি নেতা ফোন করে বিষপানের বিষযটি অবহিত করেন। বিষয়টি জানার পর তাৎক্ষনিকভাবে পাটগ্রাম থানার ওসিকে জানাই এবং পরে জানতে পারি উনাকে প্রথমে পাটগ্রাম সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমিও জেনেছি। উনাকে প্রথমে পাটগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবার কোনো অভিযোগ করেনি এখনো। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩