• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

   ২৭ জুন ২০২৫, ১০:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, তবে কার্যকর সুযোগ না পাওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেয়া সাক্ষাৎকারে কাটজ বলেন, খামেনিকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন মনে করে না ইসরায়েল। তার এমন মন্তব্য সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খামেনিকে হত্যায় যুক্তরাষ্ট্রের ভেটোর দাবিকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়।

তিনি আরো বলেন, খামেনিকে হত্যা করতে ইসরায়েলি বাহিনী সক্রিয়ভাবে তাকে খুঁজছিল, তবে আক্রমণের কার্যকর সুযোগ না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি সম্ভব হতো, তবে সেনাবাহিনী তেহরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত।

তার দাবি, খামেনি জানতেন, তাকে হত্যার চেষ্টা হতে পারে। তাই তিনি আত্মগোপনে চলে যান। সেই সঙ্গে যারা প্রথম দফার ইসরায়েলি হামলায় নিহত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে যুদ্ধবিরতির অবসানের পর প্রথমবারের মতো একটি ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন খামেনি। ভাষণটি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

সেখানে খামেনি বলেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও সেখানে তেমন কিছুই ঘটেনি। তিনি আরো জানান, ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে— আমাদের কণ্ঠস্বর এক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প আমাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এমন একটি মহান জাতির সামনে আত্মসমর্পণের কথা বলা অপমানজনক।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত