• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কনটেন্ট ক্রিয়েটর

সাইমুম সাজিদের বাড়িতে হামলার অভিযোগ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

   ২৯ জুন ২০২৫, ০৮:১৩ পি.এম.

পাবনা প্রতিনিধি:

ভারত ও ফ্যাসিস্ট বিরোধী কনটেন্ট তৈরি করায় পাবনার সুজানগরে কনটেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোড়পুকুরিয়া গ্রামে কনটেন্ট  ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার (২৯ জুন) দুপুরে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাজিদ সাইমুম।

অভিযোগ সূত্রে জানা যায়, ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কনটেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতে ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি। তারই জেরে শনিবার সন্ধ্যায় আমিরুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুক্তার হোসেনসহ ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগের অনুসারীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সাইমুমের বাড়িতে ভাঙচুর, লুটপাট চালায়। পরে বাড়ির লোকজনকে মারপিট করে চলে যায়। যাবার সময় এই ধরনের ভিডিও তৈরী না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

ভুক্তভোগী সাজিদ সাইমুম জানান, এই ঘটনার পর থেকে আমার আতঙ্কের মধ্যে দিনযাপন করছি। তাই আইনশৃঙ্খলা বাহিনীদের দ্রুত এই সকল আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তবে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ