• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইবিতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

   ২৯ জুন ২০২৫, ০৮:২৩ পি.এম.

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম ইবি শাখা এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন।

সভায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ইবি শাখার সভাপতি আব্দুল মঈদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধক্ষ্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউনিভার্সিটি টিচারর্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: রশিদুজ্জামান, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব ইবি শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী প্রমুখ।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ২০০৯ সালের পরবর্তী বাংলাদেশে যে রাজনীতির চর্চা ছিল, তা জনগণের জন্য ছিল না। তা ছিল নির্দিষ্ট একটা গোষ্ঠীর। সরকার কোনো জনগণের কল্যাণে কাজ করতে পারেনি। রাষ্ট্র জনগণের কল্যাণে হয়, জনগণের ম্যান্ডেটে হয়, রাষ্ট্র জনগণের সেবক হিসেবে কাজ করে সেই রাজনৈতিক চর্চা শহীদ জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছিল। এখানে আমরা যারা আছি শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে এবং রাজনৈতিক মতাদর্শ লালন করতে পারলে রাজনৈতিক মনোভাব অনেকাংশে পরিবর্তন হবে।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ