বিটিভিতে ৩৬ দিনব্যাপী জুলাইয়ের অনুষ্ঠান


বিনোদন প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও থাকছে বিশেষ আয়োজন। আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনে পালিত হবে ৩৬ দিনব্যাপী অনুষ্ঠান। এর মধ্যে ১ জুলাই থেকে প্রচারিত হবে ৩৬ পর্বের দিনভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান ‘৩৬ জুলাই’।
২০২৪ সালে জুলাই থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান, মনিরুজ্জামান খান, ইয়াসির আরাফাত ও ইকবাল হোসেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।
এছাড়াও জুলাই মাসজুড়ে বিটিভিতে থাকছে জুলাই গণঅভ্যুত্থানের উপর আরও কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে আছে আলোচনা অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, একক সঙ্গীতানুষ্ঠান, সরাসরি গানের অনুষ্ঠান ‘তারুণ্যের জয়গান’ ও বিশেষ থিম সংসহ বেশ কয়েকটি অনুষ্ঠান।
ভিওডি বাংলা/ডিআর