প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ভারতীয় যুবক গ্রেপ্তার


লালমনিরহাট প্রতিনিধি
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাইয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছরদই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আরিয়ান মির্জা (২০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হাতীবান্ধা উপজেলার এক নারীর সঙ্গে আরিয়ানের পরিচয় হয়। প্রেমের টানে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই নারীর বাড়িতে যান। বিষয়টি জানাজানি হলে হাতীবান্ধা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘প্রেমের টানে সীমান্ত পেরিয়ে আসা ভারতীয় যুবক আরিয়ান মির্জাকে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
ভিওডি বাংলা/ এমএইচ