• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩

   ১ জুলাই ২০২৫, ০৫:৩৮ পি.এম.
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে কুষ্টিয়া র‌্যাব ১২।

মঙ্গলবার (১ জুলাই) ভোরে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে আনিসুর রহমান অনিক (২৪), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে নাঈম খান (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। তাদের মধ্যে আনিসুর রহমান অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে চড় মেরেছিলেন তার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে। তবে জমির উদ্দিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, এর আগে সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্বশত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় উপজেলা জাসদের সভাপতি আফতাব উদ্দিনের বরাত দিয়ে জানান, গত ৫ আগস্টের আগপর্যন্ত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন। সংগঠনের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাকে আর দেখা যায়নি।

কুষ্টিয়া কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার তথ্যটি নিশ্চিত করে বলেন, র‌্যাবের অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর জমির উদ্দিন হত্যা মামলার প্রধার আসামি সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি, দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে ২ জনের মৃত্যু
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩