• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা

   ১ জুলাই ২০২৫, ০৬:০৮ পি.এম.
সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা

বগুড়া প্রতিনিধি 

বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে আগেই। এ বিষয়ে নাগরিকদের করা আবেদনের গণশুনানি কার্যক্রমও সম্প্রতি সম্পন্ন হয়েছে; যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বগুড়া সিটি করপোরেশনের ঘোষণা দিয়ে গেজেট প্রকাশে সংশ্লিষ্ট পর্যায়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোববার বা সোমবার নাগাদ সংশ্লিষ্ট দপ্তরে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হবে। বগুড়া সব দিক থেকে সিটি করপোরেশনের মর্যাদা পেতে প্রস্তুত। সংশ্লিষ্ট পর্যায় থেকে চিঠির জবাব এলে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। 
এর আগে বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করার প্রথম ধাপ হিসেবে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ ২৭ এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকায় অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবরে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে দাখিল করতে বলা হয়।

জানা যায়, গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিন পার হওয়ার পর শহরের জলেশ্বরীতলা এলাকার আল আমিন, সদরের কুটুরবাড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলাম, বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহম্মেদ কবির মিন্টু, শাকপালা এলাকার মোস্তাফিজুর রহমান, বগুড়া নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব অধ্যাপক আসম আব্দুল মালেক ও বিএএফ শাহীন কলেজ কর্তৃপক্ষসহ অন্যরা আবেদন করেছেন।

বগুড়া নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব অধ্যাপক আসম আব্দুল মালেক জেলা প্রশাসকের কাছে দেওয়া আবেদনে প্রস্তাবিত মহানগরীতে ৬টি ইউনিয়নকে সংযুক্ত করে মহানগরের সীমানা নির্ধারণ করার আহ্বান করেন। ওই আবেদনে তিনি সাবগ্রাম ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন, নিশিন্দারা ইউনিয়ন, এরুলিয়া ইউনিয়ন, ফাঁপোড় ইউনিয়ন এবং আশেকপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের সঙ্গে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান।

অধ্যাপক আব্দুল মালেক জানান, দীর্ঘদিন বগুড়া পৌরসভার বাসিন্দারা বঞ্চনার শিকার হয়েছেন। বগুড়া শহরের চারপাশ দ্রুতগতিতে নগরায়ণ হচ্ছে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে বগুড়া সদর উপজেলা এবং শাজাহানপুর উপজেলার একটি ইউনিয়নের এলাকা বগুড়া মহানগরীর সঙ্গে যুক্ত করে সীমানা নির্ধারণ আবশ্যক।

জেলা প্রশাসনের তথ্যমতে, পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর ৪ নং অনুচ্ছেদ অনুসারে সিটি করপোরেশনের মানদণ্ডঅনুযায়ীসবশর্তপূরণকরেছেবগুড়াপৌরসভা।

বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচারক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, আবেদনকারীদের আবেদনের বিষয় তুলে ধরে দ্রুত সিটি করপোরেশন ঘোষণা ও গেজেট প্রকাশের জন্য জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়া হবে। 

জেলা প্রশাসক হোসনা আফরোজ বলেন, সিটি করপোরেশন হতে সব শর্ত পূরণ করে প্রস্তুত বগুড়া পৌরসভা। দ্রুত বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে প্রশাসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট পর্যায় চিঠি পাঠানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই