• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই গণঅভ্যুত্থান কটুক্তি করায় ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

   ২ জুলাই ২০২৫, ০৯:৫৫ এ.এম.
অভিযুক্তকে পুলিশের হাতে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য করার অভিযোগে মেজবাহ উদ্দিন নামের এক শিক্ষার্থী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। পরে মাদ্রাসা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়। তার আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার মাথার ুিল কেটে দেয়।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় মাদ্রাসার তিতুমীর হলে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, মেজবাহ উদ্দিন পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি সংগঠনটির কর্মকাণ্ডে আবারও সক্রিয় হন।

অভিযুক্তের সহপাঠী, আলিম পরীক্ষার্থী আবির বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ নিয়ে মন্তব্য করে সে আমাদের শহীদ সহপাঠীদের অপমান করেছে। শহীদ নাসির ইসলামের বিরুদ্ধে কথা বলে সে অপমানজনক আচরণ করেছে। এ ধরনের মন্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, ‘জুলাই মাস আমাদের জন্য বেদনার স্মৃতি বহন করে। এই মাসেই আমরা শহীদ নাসির ইসলামসহ তিনজন সহপাঠীকে হারিয়েছি। অথচ মেজবাহ সেই শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিতুমীর হল সংসদের জেনারেল সেক্রেটারি (জিএস) আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি দ্রুত পদক্ষেপ নেই, যাতে উত্তেজনা নিয়ন্ত্রণে থাকে। শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মেজবাহকে আটক করে প্রতিবাদ জানায়। পরে তাকে হোস্টেল সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।’

পরে মাদ্রাসা প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্রসংসদের যৌথ উদ্যোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের দাবি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করি।’

মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা অভিযুক্তকে আমাদের কাছে হস্তান্তর করে। তাদের অভিযোগ ছিল, সে “রক্তাক্ত জুলাই”র শহীদদের নিয়ে অশালীন মন্তব্য করেছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিই।’

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে আদালতে পাঠানো হবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু