• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মাদারীপুরে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

   ২ জুলাই ২০২৫, ০৩:২০ পি.এম.
শিক্ষক সংকটে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। জেলার ২০০টির বেশি বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় দাফতরিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। এতে পাঠদানে ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে সহকারী শিক্ষকের সংকটেও চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। দ্রুত শূন্যপদে নিয়োগের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, সংকট নিরসনে পদক্ষেপ অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ১০১ নম্বর দত্তকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ এক বছর ধরে প্রধান শিক্ষক না থাকায় দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক শিপ্রা বৈরাগী। দাফতরিক ব্যস্ততার কারণে শ্রেণিকক্ষে সময় দেয়া কঠিন হয়ে পড়েছে তার জন্য।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিপ্রা বৈরাগী বলেন, একজন সহকারী শিক্ষকের পক্ষে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা খুব কঠিন। একদিকে দাফতরিক কাজ, অন্যদিকে পাঠদানের কাজ। এই দুটি একসঙ্গে করতেই নাজুক অবস্থা হয়। তাই দ্রুত প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানাচ্ছি।

একই চিত্র ১৭৫ নম্বর কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। প্রধান শিক্ষক বদলি হওয়ার পর দায়িত্বে আছেন সহকারী শিক্ষক মশিউর রহমান। তিনিও একই সঙ্গে প্রশাসনিক ও পাঠদানের কাজ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

মশিউর রহমান বলেন, প্রধান শিক্ষক অন্যত্র চলে যাবার পর এই পদের দায়িত্ব পালন করলেও কঠিন অবস্থা হচ্ছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের পর অন্য কাজ করা খুবই কঠিন হয়। এর ঘাটতি পূরণ প্রধান শিক্ষকই পারেন, তাই এই পদটি দ্রুত নিয়োগ দেয়া প্রয়োজন।
 
শহরের ১৩৯ নম্বর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৫০০ জন হলেও শিক্ষক মাত্র ৬ জন। নিয়ম অনুযায়ী যেখানে ১২ জন থাকার কথা, সেখানে শিক্ষক সংকটে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী ৫০০ জন হলেও শিক্ষক মাত্র ৬ জন। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক সংকটে হিমশিম অবস্থা তৈরি হয় বাকি শিক্ষকদের। বিষয়টি বার বার কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার পাইনি। আমরা দাবি করছি শিক্ষার্থীদের তুলনায় ১২ জন শিক্ষক দ্রুত নিয়োগ দেয়া হোক।
 
প্রত্যয় দেব নামে এক শিক্ষার্থী জানায়, আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় পড়ালেখায় কিছুটা বিঘ্ন ঘটছে। আমরা চাই পরিপূর্ণভাবে শিক্ষক থাকুক। তাহলে আমরা আরও বেশি করে পাঠদান করতে পারবো। পড়ালেখার মানও ভাল হবে।

আরেক শিক্ষার্থী অনন্যা জানায়, আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। আমরা চাই হেডস্যার আসুক। তাহলে আমাদের দিক নির্দেশনাও ঠিকঠাক হবে। পড়ালেখা ও রেজাল্টও ভাল হবে।
 
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৭১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২৪টি প্রধান শিক্ষক ও ২০৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য। ২০১৩ সালের পর থেকে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। অন্যদিকে, পদোন্নতির বিষয়ে মামলা জটিলতায় আটকে আছে বহু সহকারী শিক্ষকের প্রক্রিয়া।
 
মাদারীপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুর রহমান জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা দফতরে বিষয়টি অবগত করা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ দেয় অধিদফতর। তাই জেলা অফিস থেকে সেটি শুধু জানানোই যায়, এর বাইরে আমাদের কিছুই করার নেই। আর সহকারী শিক্ষকদের সম্প্রতি নিয়োগ দেয়া হয়েছে। তাই তেমন বেশি সহকারী শিক্ষকের পদ খালি নেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই