• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

মুক্তি পাচ্ছে সাগর-রুনির গল্প অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

   ৪ জুলাই ২০২৫, ১০:৪০ এ.এম.
অমীমাংসিত ওয়েবফিল্মের পোস্টার। ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

সাংবাদিক দম্পতির রহস্যজনক হত্যাকাণ্ডের গল্প অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। দেড় বছর ধরে আটকে থাকার পর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে আলোচিত এই সিনেমা।

নির্মাতা রায়হান রাফীর এই থ্রিলারধর্মী ওয়েব ফিল্মটি মুক্তির কথা ছিল গত বছরের ২৯ ফেব্রুয়ারি। কিন্তু তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে তা আটকে যায়। সেন্সর বোর্ড জানিয়ে দেয়, সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয়। এরপর নতুনভাবে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করা হলে সম্প্রতি সিনেমাটির ছাড়পত্র দেওয়া হয়।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে,  সেন্সর বোর্ডের আপত্তির কারণে আমরা মুক্তি দিতে পারিনি। নতুন বোর্ডের অনুমতি পাওয়ার পর এখন মুক্তির প্রস্তুতি চলছে। শিগগিরই মুক্তির তারিখ জানানো হবে।

শুটিংয়ের শুরু থেকেই জানা গিয়েছিল, সিনেমাটির গল্প একটি সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডকে ঘিরে। দর্শকেরা প্রথম থেকেই ধারণা করেছিলেন, এটি বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। টিজার প্রকাশের পর সেই ধারণা আরও পোক্ত হয়। সেন্সর বোর্ডের চোখেও পড়ে বিষয়টি। জানিয়ে দেওয়া হয়, যদিও এটি ওটিটি কনটেন্ট, তবু প্রদর্শনের জন্য ছাড়পত্র নিতে হবে। দুই দফা দেখার পর গত বছরের এপ্রিল মাসে বোর্ড জানায়, সিনেমাটি মুক্তির উপযোগী নয়।

সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তারা প্রশ্ন তোলেন—ওটিটি কনটেন্টের ক্ষেত্রেও কি তাহলে সেন্সর বোর্ডের অনুমতি বাধ্যতামূলক?

পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর সেন্সর বোর্ড বিলুপ্ত করে গঠন করা হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। আটকে থাকা বহু সিনেমার মতো ‘অমীমাংসিত’-ও নতুন আশার আলো দেখে। প্রযোজনা প্রতিষ্ঠান বোর্ডে আপিল করে এবং অবশেষে মুক্তির অনুমতি পায়।

সাংবাদিক দম্পতির রহস্যজনক মৃত্যুর গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড়াই কোটি টাকার ফ্ল্যাট নিয়ে গুঞ্জন, দেবচন্দ্রিমার প্রতিক্রিয়া
আড়াই কোটি টাকার ফ্ল্যাট নিয়ে গুঞ্জন, দেবচন্দ্রিমার প্রতিক্রিয়া
দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল
দীর্ঘ বিরতির পর ফিরছেন রুবেল
সকালে গ্রেপ্তার, দুপুরেই জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন
সকালে গ্রেপ্তার, দুপুরেই জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন