• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১

   ৪ জুলাই ২০২৫, ০৯:৩২ পি.এম.
যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ জাল জব্দ, আটক ১

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন অসাধু জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত এবং লেফটেন্যান্ট সাব্বির হোসাইন।

অভিযানে পৌর এলাকার দঃ হিন্দুকান্দি মহল্লার বাসিন্দা ও জাল ব্যবসায়ী রাম হাওলাদার (৩৬) এর দোকান ও বাড়ি থেকে ৭৫,৬০০ ফুট নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরে আটক রাম হাওলাদারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও শাহরিয়ার রহমান। অভিযানে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার মাছের উৎপাদন হ্রাসসহ জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন